বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদফতর। আবেদনের শেষ তারিখ : ৩১ অক্টোবর ২০১৭।
পদের নাম : ফার্মাসিস্ট।
পদের সংখ্যা : ৩৬টি।
আবেদনের যোগ্যতা : ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত।
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০/-
পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি/সমমান পাস। প্রার্থীদের সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ গতি ও কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০ শব্দ গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ডপ্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি/সমমান পাস। প্রার্থীদের সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ গতি ও কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০ শব্দ গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ডপ্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ৫৬টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি/সমমান পাস। প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ ও ২৮ শব্দ গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ডপ্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি/সমমান পাস। প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ডপ্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : অফিস সহকারী।
পদের সংখ্যা : ৫টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি/সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : ফ্যাক্টরি ওভারসিয়ার।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এসএসসি/সমমান পাস। কাপড় বোনা, রঙ, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেড কোর্স উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : টাস্ক টেকার।
পদের সংখ্যা : ৬টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এসএসসি/সমমান পাস। কাপড় বোনা, রঙ, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেড কোর্স উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : গাড়িচালক।
পদের সংখ্যা : ৩৮টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস। হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : শিক্ষক।
পদের সংখ্যা : ৩৪টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি/সমমান পাস। সার্টিফিকেট-ইন-এডুকেশন উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯০০০-২১৮০০/-
পদের নাম : ক্যাশিয়ার।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : বাণিজ্যে দ্বিতীয় বিভাগে এইচএসসি/সমমান পাস।
বেতন স্কেল : ৯০০০-২১৮০০/-
পদের নাম : মাস্টার দর্জি।
পদের সংখ্যা : ১১টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি/সমমান পাস ও সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
পদের নাম : দর্জি।
পদের সংখ্যা : ১৯টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি/সমমান পাস ও সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
পদের নাম : ব্ল্যাকস্মিথ।
পদের সংখ্যা : ১২টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি/সমমান পাস ও সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : বুক বাইন্ডার ইন্সট্রাক্টর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি/সমমান পাস ও সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি/সমমান পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
বয়সসীমা : ১ অক্টোবর ২০১৭তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।
পরীক্ষার ধরন ও প্রস্তুতি :লিখিত পরীক্ষায় ৭০ নম্বর ও মৌখিক পরীক্ষায় ৩০ নম্বর থাকবে। পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর পেলে পাস। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবে। লিখিত পরীক্ষার সাথে ব্যবহারিক পরীক্ষাও নেয়া হবে। লিখিত পরীক্ষায় ৭০ নম্বরের মধ্যে বাংলায় ২০, গণিতে ২০, ইংরেজিতে ২০ ও সাধারণজ্ঞানে ১০ নম্বর থাকবে। পদ অনুসারে আলাদা প্রশ্নপত্র হতে পারে। পরীক্ষায় সাধারণত পঞ্চম শ্রেণী থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই থেকে প্রশ্ন আসতে পারে। বাংলা বিষয়ে ব্যাকরণ অংশে এককথায় প্রকাশ, বাগধারা, ণত্ব-বিধান, ষত্ব-বিধান, সাহিত্য অংশে বিভিন্ন গল্প, কবিতা বা লেখকের নাম ও জীবনী থেকে প্রশ্ন আসতে পারে। গণিতে সুদকষা, ঐকিক নিয়ম, অনুপাত, সমানুপাত, শতকরা, লসাগু-গসাগু, লাভ-ক্ষতি, বীজগণিতীয় সূত্র, ভগ্নাংশ ও লগারিদম থেকে প্রশ্ন আসতে পারে। ইংরেজি বিষয়ে গ্রামার অংশে সাধারণত Tense, Parts of speech, Verb, Translation, Number, Gender, Narration, Voice Change, Correct Form of Verbs, Synonym, Antonym, Transformation of Sentence, Appropriate Word, Idioms and Phrases থেকে প্রশ্ন আসে। সাধারণ জ্ঞান থেকে সমসাময়িক বিষয়ের ওপর প্রশ্ন আসে। মৌখিক পরীক্ষায় প্রার্থী সংশ্লিষ্ট বিষয়ে কতটা দক্ষ, তার বাচনভঙ্গি, ব্যক্তিত্ব ও উপস্থিত বুদ্ধিমত্তা দেখা হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ অক্টোবর ২০১৭।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : আগ্রহী প্রার্থীদের কারা অধিদপ্তরের ওয়েবসাইট (www.prison. gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে ও নির্দেশনা অনুসারে ফরম পূরণ করে কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর, ৩০/৩ উমেশ দত্ত রোড, বকশীবাজার, ঢাকা-১২১১ ঠিকানায় পাঠাতে হবে। বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ১ থেকে ১৫ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৬ নম্বর পদের জন্য ৫০ টাকা কারা মহাপরিদর্শক, বাংলাদেশ, ঢাকা বরাবরে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ১-৭৩৫১-০০০০-২০৩১ কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে চালানের মূল কপি জমা দিতে হবে। খামের ওপর প্রার্থীর পূর্ণাঙ্গ ঠিকানা, পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে চার টাকা মূল্যের ডাকটিকিটসংবলিত ৯ ইঞ্চি × ৪ ইঞ্চি মাপের ফেরত খাম সংযুক্ত করতে হবে। কোটায় আবেদন করলে তা খাম ও আবেদনপত্রের ওপর বড় করে লিখতে হবে।
আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে : আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব সনদের সত্যায়িত ফটোকপি ও মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড কাউন্সিলর থেকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।