আন্তর্জাতিক সেমিনারে ভারতে ড. আসিফ মিজান

1
183

আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারত গেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান ড. শেখ আসিফ এস. মিজান।

আগামী ২ ও ৩ নভেম্বর ভারতের হরিয়ানা রাজ্য সরকারের উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় CHHOTU RAM KISAN (PG) COLLEGE JIND, HATYANA কর্তৃক দুই দিনব্যাপী ‘Role of Public Policy and Governance In Transforming India’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিশ্বের খ্যাতিমান গবেষক ও স্কলাররা যোগ দিচ্ছেন।

এই সেমিনারের একটি সেশনে রিসোর্স পারসন হিসেবে সভাপতিত্ব করবেন সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ ড. শেখ আসিফ এস. মিজান। আগামী ৭ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞপ্তি

ঘোষণা

আপনিও লিখুন


প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here