কর্মক্ষেত্রে শ্রেষ্ঠত্ব

কর্মক্ষেত্রে সেরা হবার উপায় কী?

ক্যারিয়ার ইনটেলিজেন্স : আমাদের প্রত্যেকেই স্বপ্ন ছুঁতে চাই। হতে চাই নিজ নিজ ক্ষেত্রে সেরা। কর্মক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই। কিন্তু সবাই কি সেরা হতে পারেন? না পারেন না। সেরা হবার জন্য চাই নিয়মিত কিছু কাজ। আপনি যে কাজ করতে চান তাতে সেরা হওয়ার জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করুন।

১. আপনার লক্ষ্যটাকে প্রতিদিন অন্তত দুইবার করে লিখুন। আপনি যে বিষয়ে সেরা হতে চান, বার বার মনে না করলে তা কখনো পাবেন না।

২. আপনার লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন অন্তত কিছু করুন। সাফল্য ও শ্রেষ্ঠত্ব কেবলমাত্র আমরা প্রতিদিন পর্দার আড়ালে যা করি তা থেকেই
আসে।

৩. সবার চেয়ে বেশি প্ররিশ্রম করুন। সেরা হতে হলে আপনাকে সেরাদের মতো কাজ করতে হবে।

৪. নিজেকে অতিক্রম করুন। যেসব কাজ করতে ভালো না লাগে বা ভয় করে, সেগুলো তখন করুন যখন মানসিকভাবে সাচ্ছন্দে থাকবেন।

৫. বিশ্বাস করুন যে- আপনি সেরাদের সেরা। আপনিই যদি এটা বিশ্বাস না করেন, তাহলে অন্য কেউ কেন সেটা বিশ্বাস করবে?

৬. উন্নতির লক্ষ্যে আপনার সব শক্তি কেন্দ্রীভূত করুন। আপনি যদিও এখনো সেরা নন। কিন্তু আপনার সব কিছু যত পারেন উন্নত করে সেরা
হতে হবে।

৭. নিজের জন্য বিনিয়োগ করুন। আপনার সেরা হতে যত দরকার সময়, শক্তি ও অর্থ ব্যয় করুন।

৮. হাল ছাড়বেন না। সেরা হতে তার চেয়েও বেশি সময় দিতে হবে, কষ্ট করতে হবে- যতটা আপনি ধারণা করেছেন। কিন্তু আপনি যদি হাল
ছেড়ে দেন, তবে কখনোই সেরাদের কাতারে পৌঁছতে পারবেন না।

লেখক : লুকাস শেকেন্ডিক, লাইফ কোচ, বক্তা ও লেখক | ভাবানুবাদ : মো. বাকীবিল্লাহ

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top