কিভাবে নিজেকে সবসময় মোটিভেট করবেন?

কিভাবে নিজেকে সবসময় মোটিভেট করবেন?

জীবনের অনেক সময় আমরা খেই হারিয়ে ফেলি। ব্যর্থতার কারণে হতাশা গ্রাস করে ফেলে আমাদেরকে। উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলি। কোনোভাবেই কাজে মন বসাতে পারি না। এমন পরিস্থিতি আপনারও নিশ্চয়ই হয়। মোটিভেট হতে কী করবেন তখন? আসুন লেখাটি পড়ুন।

জঙ্গলে-
হাতিরা সবচেয়ে বড়।
জিরাফ সবচেয়ে উচু।
শিয়াল সবচেয়ে বুদ্ধিমান।
চিতা সবচেয়ে দ্রুতগামী।
যদিও, এসব গুণ ছাড়াই সিংহ বনের রাজা।
কেন?
কারণ হচ্ছে-
– সিংহ সাহসী ও দৃঢ়। আত্মবিশ্বাসের সাথে চলে। কোনো কিছুর পরোয়া করে না। কখনো ভয় পায় না।
– সিংহ বিশ্বাস করে, তাকে থামলে চলবে না। সামনে এগুতেই হবে।
– সিংহ ঝুঁকি নেয়।
– সিংহ বিশ্বাস করে যেকোনো জন্তুই তার খাবার।
– সিংহ বিশ্বাস করে প্রতিটি সুযোগই মূল্যবান। তাই নিজের নিরাপত্তার কারণ ছাড়া কোনো শিকারকে তার হাত থেকে ছেড়ে দেয় না।

সুতরাং-
আপনাকে সবচেয়ে দ্রুতগামী হতে হবে না।
আপনাকে সবচেয়ে বুদ্ধিমান হতে হবে না।
আপনাকে সবচেয়ে স্মার্ট হতে হবে না।
আপনাকে সবচেয়ে মেধাবী হতে হবে না।
আপনার দরকার হচ্ছে সাহস।
আপনার দরকার হবে চেষ্টা করা।
আপনার দরকার হবে বিশ্বাস করা যে, এটা সম্ভব।
আপনার দরকার হবে এটা বিশ্বাস করা যে, আপনি এটা করতে পারবেন।

সিংহ ২০ ঘণ্টা ঘুমায়, আর ৪ ঘণ্টা কাজ করেও মাংস খায়। যদিও হাতি প্রতি তিন-চার রাতে মাত্র একবার ঘুমায়। কিন্তু খায় ঘাস।
আপনার জীবনের বিভিন্ন পরিস্থিতিতে গ্রহণ করা কৌশলের ওপর নির্ভর করে আপনি চ্যাম্পিয়ন বা বিজয়ী হবে কি-না।

সিংহ জেগে ওঠার পর সে যা একমাত্র দেখে সেটা হলো- সুযোগ।
সাফল্যকে আপনার একমাত্র বিকল্প (অপশন) হিসাবে বিবেচনা করুন। আর ব্যর্থতাগুলোর দিকে তাকাবেন না। তখন আপনি আরো ভালোটাই পাবেন।
মনে রাখবেন- সিংহ সব পরিস্থিতিতেই সিংহ।

তো বন্ধু, কেমন লাগল লেখাটি? মোটিভেট হলেন বিন্দুমাত্র? হলে মন্তব্যে জানান। আর না হলেও জানাতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন। হয়তো পরবর্তী কোনো লেখায় উপকৃত হতে পারবেন।

ভাষান্তর- মো: বাকীবিল্লাহ

1 thought on “কিভাবে নিজেকে সবসময় মোটিভেট করবেন?”

  1. আসলেই বুদ্ধি,সাহস,চেস্টা আর হার না মানার দৃঢ় বিশ্বাস থাকলে কোন কাজই বিফল হয়না। এই অসাধারন লেখার জন্য ধন্যবাদ।

Comments are closed.

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top