ইন্টারভিউতে মনে রাখুন থ্রি সি

শিক্ষক নেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে ২৭ জন শিক্ষক নেবে।

সহযোগী অধ্যাপক (স্থায়ী পদ) পদে চারজন নেওয়া হবে। মার্কেটিংয়ে ১ জন, ম্যানেজমেন্টে ১ জন, ইকনোমিকসে ১ জন, সোশিওলজিতে ১ জন নেওয়া হবে ।

এ ছাড়া সহকারী অধ্যাপক (স্থায়ী পদ) পদে তিনজন নেওয়া হবে। মার্কেটিংয়ে ১ জন, ইকনোমিকসে ১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন করে ।
 
বিভিন্ন বিভাগে স্থায়ী পদে ২০ জন প্রভাষক নেওয়া হবে। অ্যাকাউন্টিংয়ে ১ জন, ফাইন্যান্সে ৩ জন, মার্কেটিংয়ে ২ জন, ম্যানেজমেন্টে ৩ জন, ইকনোমিকসে ২ জন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ১ জন, আইনে ২ জন, ইন্টারন্যাশনাল রিলেশনসে ১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন, এনভায়রনমেন্টাল সায়েন্সে ২ জন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ১ জন, সোশিওলজিতে ১ জন নেওয়া হবে। তাঁদের ৯ম গ্রেডে বেতন দেওয়া হবে।

আবেদনের বিস্তারিত বিইউপির ওয়েবসাইটে: (http://bup.edu.bd/index.php/client/Career)

আবেদনের শেষ তারিখ: ২৫ এপ্রিল ২০১৯

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top