তুরস্ক সরকারের অর্থায়নে কোর্সের সুযোগ

বিভিন্ন সভ্যতার নিদর্শন নিয়ে তুরস্কের শহরগুলো যেন একেকটি জাদুঘর। তাইতো তুরস্ককে অনেকেই খোলা জাদুঘর বলে থাকেন। নিজেদের প্রত্নতাত্বিক নিদর্শনকে বিশ্ব দরবারে তুলে ধরতে তাই তুরস্ক আয়োজন করেছে ‘আর্কিওলজি সামার স্কুল-২০১৯।

তুর্কি ভাষা ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে গঠিত হওয়া ‘ইউনুস এমরে ইন্সটিটিউট’ এর পক্ষ থেকে ২ সপ্তাহব্যাপী এ কোর্সের আয়েজন করা হয়েছে। এ কোর্সে অংশগ্রহণকারীদের যাতায়াত ও থাকা খাওয়ার ব্যয়ভার বহন করবে তুরস্ক। জেনে নিন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।

তারিখ ও স্থান
আবেদনের তারিখ- ২৫ এপ্রিল পর্যন্ত
কোর্সের তারিখ- ২২ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত
স্থান- চানাক্কালে, ইজমির, শানলি উরফা, চরুম, আনকারা, গাজী আনতেপ, ইস্তাম্বুল

সুযোগ-সুবিধা
বিমান টিকেট
বিমানবন্দরে থেকে কোর্স সেন্টারে যাওয়া-আসা
থাকা ও খাওয়া
ভ্রমনের সময় মিউজিয়াম টিকিট

আবেদনের যোগ্যতা
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সমাজ বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থী
সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপত্য বিষয়ে আগ্রহ থাকা
কমপক্ষে বি-২ লেভেলের ইংরেজি জানা

কোর্সে কী থাকছে
সেমিনার ও ক্লাস
সিনেমা ও ডকুমেন্টারি প্রদর্শন
ঐতিহাসিক স্থাপনায় মাঠকর্ম ও পরিদর্শন
ঐতিহাসিক শহরগুলোতে ভ্রমন

আবেদন লিংক ও বিস্তারিত তথ্য

সূত্র: তুর্কি নিউজ বাংলা

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top