২০১৭-১৮ শিক্ষাবর্ষে চবিতে যেসব বিষয়ে ভর্তি হওয়া যাবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে নতুন ৯টি বিভাগসহ সর্বমোট ৬২ টি বিষয়ে উচ্চতর শিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ থাকছে। বিষয়গুলো কি কি? আসুন দেখে নেওয়া যাক।
☞ A Unit::
Faculty of Science (For Science background students)
(১) রসায়ন
(২) পরিসংখ্যান
(৩) গণিত
(৪) পদার্থবিদ্যা
(৫) ফলিত ও পরিবেশ রসায়ন
(৬) নিউক্লিয়ার সায়েন্স এন্ড টেকনোলজি (নতুন)
(৭ ) ফুড এন্ড নিউট্রিশন সায়েন্স (নতুন)
.
☞ B1 Unit::
Faculty of Arts (For Science, Humanities, Business Studies background students)
(১) বাংলা
(২) ইংরেজী
(৩) ইতিহাস
(৪) দর্শন
(৫) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
(৬) ফারসী ভাষা এবং সাহিত্য
(৭) ভাষা ও ভাষাতত্ত্ব
(৮) বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ – ডিপার্টমেন্ট অব লিবারেশন ওয়ার (নতুন)
.
☞ B2 Unit::
Faculty of Arts (For Science, Humanities, Business Studies background students)
(১) আরবি
(২) ইসলামিক স্টাডিজ।
.
☞ B3 Unit::
Institute of Fine Arts (For Science, Humanities, Business Studies background students)
(১) চারুকলা।
.
☞ B4 Unit::
Faculty of Arts (For Science, Humanities, Business Studies background students)
(১) পালি।
.
☞ B5 Unit::
Faculty of Arts (For Science, Humanities, Business Studies background students)
(১) নাট্যকলা।
.
☞ B6 Unit::
Faculty of Arts (For Science, Humanities, Business Studies background students)
(১) সংস্কৃতি।
.
☞ B7 Unit::
Institute of Education, Research & Training (IERT)
(For Science, Humanities, Business Studies background students)
(১) ব্যাচলর অব এডুকেশন (বি.এড সম্মান)
.
☞B8 Unit :
Faculty of Arts (For Science, Humanities, Business Studies Background Students)
(১) সংগীত।
.
☞ C1,C2,C3 Unit :
Faculty of Business Administration (C3 For Science, C2 Humanities, C1 Business Studies background students)
(১) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
(২) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
(৩) ফাইন্যান্স বিভাগ
(৪) মার্কেটিং বিভাগ
(৫) ব্যাংকিং বিভাগ
(৬) হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগ
(৭) ইন্স্যুরেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট (নতুন)
.
☞ D1,D2,D3 Unit::
Faculty of Social Science (D2 For Science, D1 Humanities, D3 Business Studies background students)
(১) যোগায়োগ ও সাংবাদিকতা
(২) অর্থনীতি বিভাগ
(৩) রাজনীতি বিজ্ঞান বিভাগ
(৪) সমাজতত্ত্ব বিভাগ
(৫) লোক প্রশাসন বিভাগ
(৬) নৃবিজ্ঞান বিভাগ
(৭) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
(৮) ডেভেলপমেন্ট স্টাডিজ (নতুন)
(৯) ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (নতুন)
.
☞ E Unit::
Faculty of Law (For Science, Humanities, Business Studies background students)
(১) আইন অনুষদ।
.
☞ F1 Unit::
Faculty of Biological Science (For Science background students)
(১) ফার্মেসী
(২) জেনিটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি
(৩) প্রান রসায়ন ও অনুপ্রান বিজ্ঞান
(৪) মাইক্রোবায়োলজি
(৫) প্রানীবিদ্যা
(৬) উদ্ভিদবিদ্যা
(৭) মনোবিজ্ঞান
(৮) ভূগোল ও পরিবেশবিদ্যা
(৯) মৃত্তিকা বিজ্ঞান।
.
☞ F2 Unit::
Faculty of Biological Science (For Humanities background students)
(১) মনোবিজ্ঞান।
.
☞ F3 Unit::
Faculty of Biological Science (For Humanities background students)
(১) ভূগোল ও পরিবেশবিদ্যা।
.
☞ G Unit::
Faculty of Engineering (For Science background students)
(১) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
(২) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
(৩) মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং (নতুন)
(৪) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (নতুন)
.
☞ H Unit::
Faculty Of Education (For Science, Humanities, Business Studies Background
Students)
(১) ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সে।
.
☞ I Unit::
Faculty of Marine Science & Fisheries (For Science Background Students)
(১) মেরিন সায়েন্স
(২) ফিশারিজ
(৩) ওশানোগ্রাফি
.
☞ J Unit::
Faculty of Forestry & Environmental Science (For Science Background Students)
(১) ফরেস্ট্রি
(২) পরিবেশ বিজ্ঞান
(৩) ক্লাইমেট চেঞ্জ এবং ডিজেস্টার ম্যানেজমেন্ট (নতুন)

বি:দ্র: উল্লেক্ষিত ইউনিট কোডে নতুন সার্কুলারে পরিবর্তন আসতে পারে।

[লেখাটি অাজব কাকতাড়ুয়া নামে জনৈক ফেসবুকার পাঠশালা নামে একটি গ্রুপে পোস্ট করেছেন। গুরুত্ব বিবেচনায় লেখাটি ক্যারিয়ার ইনটেলিজেন্সের পাঠকদের জন্য শেয়ার করা হলো। কোনো ভুল তথ্য থাকলে কমেন্টে জানান। আমরা সংশোধন করে নেবো।-সম্পাদক]

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top