বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চার পদে ১৭৮ জন নিয়োগ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে রাজস্ব খাতভুক্ত নিচে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত চার পদে ১৭৮ জন নিয়োগ পাবেন। আবেদন ফরম জমা দেয়ার শেষ তারিখ : ২৪ মে ২০১৭।

পদের নাম : উচ্চমান সহকারী।
পদের সংখ্যা : ৯টি।
যোগ্যতা : স্নাতক/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা ও এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৭০০/- -২৩৪৯০/- ও অন্যান্য প্রচলিত ভাতা।

পদের নাম : হিসাব করণিক।
পদের সংখ্যা : ৪৭টি।
যোগ্যতা : বাণিজ্য বিভাগে এইচএসসি/সমমান পাস ও এমএস ওয়ার্ড এবং এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০/- -২২৪৯০/- ও অন্যান্য প্রচলিত ভাতা।

পদের নাম : সার্ভেয়ার (প্রকৌশল)।
পদের সংখ্যা : ২৮টি।
যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান পাস।
বেতন স্কেল : ৯৩০০/- -২২৪৯০/- ও অন্যান্য প্রচলিত ভাতা।

পদের নাম : ওয়ার্ক এসিস্ট্যান্ট ।
পদের সংখ্যা : ৯৪টি।
যোগ্যতা : এইচএসসি/সমমান পাস ও নির্মাণকাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮৮০০/- -২১৩১০/-ও অন্যান্য ভাতা।

সব পদের বয়সসীমা

২৪-৫-২০১৭ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনপত্রের নমুনা সংগ্রহ : আবেদনপত্রের নমুনা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট www.bwdb.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ২৪ মে ২০১৭।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

উপপরিচালক, ঢাকা আঞ্চলিক হিসাব কেন্দ্র, বাপাউবো, ঢাকার অনুকূলে যেকোনো সিডিউল ব্যাংক থেকে ৬০০ টাকার MICR নম্বরযুক্ত ব্যাংক ড্রাফট অথবা পেঅর্ডারসহ আবেদনপত্র পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদফতর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (দশম তলা), ১২-১৩ মতিঝিল, ঢাকা-১০০০ বরাবরে ডাকযোগে/সরাসরি পাঠাতে হবে। খামের ওপর প্রার্থিত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।

সূত্র : দৈনিক সমকাল, ২৫ এপ্রিল ২০১৭

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top