কৃষি সম্প্রসারণ অধিদফতরে ১৪৭৯টি পদে নিয়োগ

পদের নাম : উপসহকারী কৃষি কর্মকর্তা (অস্থায়ীভাবে)।
পদের সংখ্যা : ১৪৭৯টি।
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০/-

যোগ্যতা : কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না : মানিকগঞ্জ, শেরপুর, নাটোর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, মেহেরপুর, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, ফরিদপুর ও রাজবাড়ী।
তবে এতিমখানা নিবাসী ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা : ৩১ মে ২০১৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার প্রার্থীর ক্ষেত্রে বয়সমীমা ১৮-৩২ বছর।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ৩০ জুন ২০১৬, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অনলাইনে আবেদনপত্র পাঠানোর ঠিকানা : কৃষি সম্প্রসারণ অধিদফতরের ওয়েবসাইট www.dae.gov.bd-এর মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমা দেয়া শেষ করতে হবে।

সূত্র : দৈনিক ইত্তেফাক, ৩১ মে ২০১৬

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top