ইসলামী ব্যাংকে ফিল্ড অফিসার নিয়োগ

ফিল্ড অফিসার পদে লোক নিয়োগ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

পদের নাম : ফিল্ড অফিসার (শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন)।

বেতন : শিক্ষানবিসকাল ছয় মাস এবং নির্ধারিত মাসিক বেতন সর্বসাকুল্যে ১১৯০০ টাকা। তবে শিক্ষানবিসকাল শেষে ৮৩০০/–১৩৭৬০/- স্কেলে মাসিক মোট বেতন হবে ১৪২৮০ টাকা। (তথ্যটি ২০১৬ সালের। বর্তমানে বেতন স্কেল সম্ভবত বেড়েছে। -সম্পাদক )

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা সমমানের ডিগ্রি।

অন্যান্য
-যেকোন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে।
-শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
– লিখিত পরীক্ষা/ভাইভায় উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ/ডিএ অনুমোদিত হবে না।
-নিয়োগ প্রক্রিয়ার সকল পর্যায়ে স্বাক্ষরের পাশাপাশি ফটোগ্রাফগুলি অভিন্ন হতে হবে।
-অসম্পূর্ণ এবং ভুল আবেদন বাতিল বলে গণ্য হবে।
-প্রার্থীদের অবশ্যই সাইকেল/মোটরসাইকেল চালানোর প্রয়োজন হবে এবং দেশের যেকোনো গ্রামীণ এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স সীমা
ন্যূনতম ২২ বছর এবং ২০ মার্চ, ২০২২ তারিখে ৩০ বছরের বেশি নয়।

বেতন ও ভাতা
– ব্যাংকের বিদ্যমান নীতি অনুযায়ী।
– ৬ (ছয়) মাস প্রবেশনারি পিরিয়ড। সন্তোষজনকভাবে প্রবেশন মেয়াদ শেষ হলে, নিয়মিত বেতন স্কেল নিশ্চিত করা হবে।

চাকুরি স্থান
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পরিষেবা দেশের যেকোনো এলাকায় স্থানান্তরযোগ্য।

নির্বাচন পদ্ধতি
– প্রার্থীদের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে।
– সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা/ভাইভা পরীক্ষা বা উভয় ক্ষেত্রেই উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।
– নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
– কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ/প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
-কর্তৃপক্ষ এই বিজ্ঞাপনটি বাতিল করার বা এর কোনো অংশ সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।

কিভাবে আবেদন করতে হবে?
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইট (career.islamibankbd.com) এর মাধ্যমে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (JPG, সাইজ 100 kb), স্বাক্ষর (JPG, সাইজ 50 kb), SSC এবং সর্বশেষ একাডেমিক সনদের পাশাপাশি NID কার্ড (JPG, আকার 200 kb) আপলোড করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন করতে হবে।

আবেদনের সর্বশেষ তারিখ ২০ মার্চ ২০২২। হ্যান্ড ডেলিভারি, কুরিয়ার বা ডাক পরিষেবার মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

বিঃদ্রঃ
বয়স নির্ণয়ের জন্য, এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লিখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই প্রভাবে কোনো হলফনামা গ্রহণ করা হবে না।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top