প্রাথমিকের শিক্ষক পদে মৌখিক পরীক্ষা ডিসেম্বরে

দেশের ৩৯টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে পাওয়া যাচ্ছে। আগামী ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।  পরীক্ষার তারিখ নিজ নিজ জেলার প্রার্থীদের নামে কার্ড ইস্যু করা হবে।

সূত্রমতে, মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরে। এর মধ্যে ৫ নম্বর থাকবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা আর ৫ নম্বর প্রার্থীর ব্যক্তিত্ব প্রকাশের ওপর। বাকি ১০ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের ওপর।

পরীক্ষা প্রস্তুতি
সাধারণত মৌখিক পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় প্রার্থীর নিজ জেলা বা উপজেলা সম্পর্কে। যেমন: প্রার্থীর নিজ জেলার উপজেলা কতটি, এমপির নাম, মুক্তিযুদ্ধের সময় প্রার্থীর জেলা কত নম্বর সেক্টরে ছিল, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, স্থান, এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নাম ইত্যাদি।

এ ছাড়া বাগধারা, এককথায় প্রকাশ, ইংরেজি বানান, ট্রান্সলেশন অথবা ব্যাকরণ অংশ থেকেও প্রার্থীকে প্রশ্ন করা হতে পারে।

খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে ধারণা থাকলে মৌখিক পরীক্ষায় ভালো করা যাবে।

সূত্র: প্রথম আলো

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top