মেডিক্যালে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

medical-admissionদেশের সকল মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএসের প্রথম বর্ষে ভর্তি নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও চিকিৎসা শিক্ষা) আইয়ুবুর রহমান খান সচিবালয়ে সাংবাদিকদের বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় আমরা সময় পাচ্ছি না। তাই মেডিক্যালে ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সময় পাওয়া যায় ১৩ নভেম্বর। তিনি জানান, ভর্তির অন্যান্য বিষয়গুলো গত বছরের মতো থাকছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের বছরের মতো এবারো আবেদন ফি ৬৫০ টাকা। এক ঘণ্টার ১শ নম্বরের এমসিকিউ এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবারো লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

উল্লেখ্য, বর্তমানে ২৯টি সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিক্যাল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।

উল্লেখ্য, আগামী ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top