জাবির ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

গত ১৮ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা, নিয়মাবলি, তারিখ ও পরীক্ষার বিস্তারিত সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি। আগস্টের প্রথম সপ্তাহে এ একাডেমিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী জানান, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছুক। তবে একাডেমিক সভায় এ-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই কোনোটাই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এনটিভি অনলাইন

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top