তরুণদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ

ক্যারিয়ার ইনটেলিজেন্স ডেস্ক

স্বল্প শিক্ষিত তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল ও সনদ অর্জনের সুযোগ করে দিয়েছে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের এ প্রকল্পের আওতায় ২০১০ সাল থেকে অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশ, বিদেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।technical-education

প্রতিষ্ঠানগুলো প্রতি মাসে দুই বার কারিগরি শিক্ষার বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণের আয়োজন করে বিভিন্ন কেন্দ্র। প্রতিটি প্রশিক্ষণের মেয়াদ সাধারণত তিন দিন করে। প্রশিক্ষণের পাশাপাশি অভিজ্ঞতার সনদ দেয়া হয়। দেশের ১০টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এসব প্রশিক্ষণ দেয়া হয়। এখান থেকে প্রশিক্ষণ ও সনদ নিয়ে কাউকে বেকার থাকতে হবে না। এ সনদটি একজন কর্মীকে আরো আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়
– ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স (সিভিল কনস্ট্রাকশন)
– প্লাম্বিং
– মোটরসাইকেল সার্ভিসিং
– ব্লক বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং
– সুইংমেশিন অপারেশন
– টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং ইত্যাদি।

এসব প্রশিক্ষণে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে আবেদনকারীকে কোনো প্রতিষ্ঠানে কাজ করার কিছু অভিজ্ঞতা থাকতে হয়।

আবেদনের নিয়ম
প্রশিক্ষণ নিতে হলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে বা স্টেপের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পূরণ করে নিকটস্থ বা পছন্দের কেন্দ্রের অধ্যক্ষ বরাবরে জমা জমা দিতে হবে।
সাধারণত আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রথমে দুই দিনের প্রশিক্ষণ দেয়া হয় । এই দুই দিনে মূলত প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। আর তৃতীয় দিনে হাতে-কলমে করা কাজের তার মূল্যায়ন করা হয়।

সুযোগ-সুবিধা
প্রশিক্ষণার্থীদের থাকা, খাওয়া, যাতায়াত ভাতাসহ বিভিন্ন ধরনের সুবিধা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই দেয়া হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ

  • বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার
    মিরপুর-২, ঢাকা।
    মোবাইল: ০১৭১৮১১৬২০৭
  • স্টার বাংলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার
    মাওনা, শ্রীপুর, গাজীপুর।
    মোবাইল: ০১৭২৭২২৮০৪১
  • ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি
    ২২৪/৩২৯, মুরাদপুর, চট্টগ্রাম।
    মোবাইল: ০১৮৪৩৩৩০৮৩১
  • ওয়েস্টার্ন মেরিটাইম ইনস্টিটিউট
    সাগরিকা রোড, ব্লক-বি,
    বেসিক ইন্ডাস্ট্রিয়াল এস্টেট চট্টগ্রাম
    মোবাইল: ০১৮১৬৬০৯৪৭২
  • খুলনা শিপইয়ার্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার
    খুলনা শিপইয়ার্ড, রূপসা, খুলনা
    মোবাইল: ০১৯১৮০৮৭৬৫৯
  • শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
    দারুস সালাম, মিরপুর, ঢাকা
    মোবাইল: ০১৬৮০১৫০৮১৬
  • ভোকেশনাল টিচার্চ ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিটিআই)
    শেরপুর রোড, বগুড়া
    মোবাইল: ০১৯১৬১২৫৫৪৬
  • ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইইটি)
    হারাগাছা রোড, শালবন, রংপুর
    মোবাইল: ০১৭১২১৯০১২২
  • বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি)
    নাসিরবাদ, চট্টগ্রাম
    মোবাইল: ০১৯১৮৬৩৫০৪৯
  • ইউসেপ ঢাকা টেকনিক্যাল স্কুল
    প্লট নং ২ ও ৩, মিরপুর-২
    ঢাকা ১২১৬
    মোবাইল: ০১৮১৯১৪৫১৫৮

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top