২০১৪-১৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য

গত ১৮ জানুয়ারি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল। প্রথম মেধা তালিকায় রাখা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৭০ জনের নাম। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে রেকর্ড ৫ লাখ ৩৭ হাজার ৬৯৬ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রথম মেধা তালিকা থেকে ভর্তি করা হবে ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। মেধা তালিকায় স্থানপ্রাপ্তদেরকে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের পর তা প্রিন্ট করে তা রেজিস্ট্রেশন ফিসহ এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ক্লাস শুরু হবে ২২ ফেব্রুয়ারি।

উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top