আপনি কি ক্যারিয়ার নিয়ে হতাশ?

Building-Career-Successক্যারিয়ার ইনটেলিজেন্স ডেস্ক

আপনি কি আপনার চাকরি নিয়ে হতাশ? আপনি কি নিরুদ্দেশ গন্তব্যের দিকে হাটছেন? কোন পেশা আপনার জন্য উত্তম, তা কি বুঝতে পারছেন না? আপনি কি নিয়মিত কাজে যেতে অপছন্দ করেন?

যদি এ প্রশ্নের উত্তর হয়-‘হ্যা’; তবে মাথা ঠাণ্ডা করে চিন্তা করুন। এ রকম অনেক মানুষ আছেন যারা ক্যারিয়ারে কাজের চাপ সইতে না পেরে হতাশ হয়েছে। এ রকম হতাশা ও একঘেয়েমি ব্যক্তির যোগ্যতা দিনে দিনে কমিয়ে দেয়।

আপনি জীবনে কতবার চাকরি পরিবর্তনের চিন্তা করে ব্যর্থ হয়েছেন?

যদি আপনি আপনার চাকরিতে তৃপ্তি না পেয়ে থাকেন, তবে আপনার পছন্দের চাকরি নিয়ে একটু পড়ালেখা করুন। খোঁজখবর নিন আপনার পছন্দের চাকরির নতুন সুযোগ সুবিধা নিয়ে। হতাশ হওয়ার কিছু নেই, নতুন সুযোগ সম্ভাবনা আসবে।

আপনার ক্যারিয়ার নিয়ে নিয়মিত হোমওয়ার্ক করুন এবং ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশ নিতে থাকুন। মনে রাখবেন কেউ আপনার কাজ করে দেবে না।

•আপনার বর্তমান চাকরি নিয়ে বিচার বিশ্লেষণ করুন। দেখুন আপনার চাকরি নিয়ে আপনার সন্তুষ্টি আছে কিনা।
• যদি মনে হয় আপনার বর্তমান চাকরিতে কোনো অগ্রগতি নেই, তবে বিকল্প কিছু চিন্তা করুন।
• আপনার বিশ্বস্ত কারো কাছ থেকে পরামর্শ নিন।
• আপনার জীবন বৃত্তান্ত আপডেট করুন।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top