গ্রিস সরকারের বৃত্তি

গ্রিসে পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে গ্রিস সরকার। ‘হেলেনিক গভর্নমেন্ট স্কলারশিপ’ শীর্ষক বৃত্তিটি ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের জন্য। দেওয়া হবে মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল রিসার্চ পর্যায়ে।

দেশটির স্টেট স্কলারশিপ ফাউন্ডেশনের (আইকেওয়াই) ওয়েবসাইটে বলা হয়েছে, মাস্টার্সের ক্ষেত্রে বৃত্তির সময়সীমা ১ থেকে ২ বছর। পিএইচডির ক্ষেত্রে মেয়াদ ১ থেকে ৩ বছর; ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বৃত্তি দেওয়া হবে পোস্ট ডক্টরাল ক্ষেত্রে। মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে বৃত্তির জন্য আবেদনকারীর বয়স হবে সর্বোচ্চ ৩৫ বছর। পোস্ট ডক্টরাল পর্যায়ে আবেদনের বয়স সর্বোচ্চ ৪০।

আবেদন করতে হবে ২৬ জুলাইয়ের মধ্যে।

আরো জানা যাবে স্টেট স্কলারশিপ ফাউন্ডেশনের ওয়েবসাইটে- www.iky.gr/en/press/item/789-announcement

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top