৩৪তম বিসিএস’র প্রিলিমিনারি ২৪ মে

bpsc৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল কেন্দ্রে ২৪ মে সকাল ১০টায় একযোগে এই পরীক্ষা হবে।

পরীক্ষার হল, আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশাবলি পরে জানানো হবে বলে জানিয়েছে পিএসসি।

এর আগে পিএসসি জানিয়েছিল, ৩৪তম বিসিএসে অংশ নিতে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী আবেদন করেছেন।

বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২টি পদে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি।

১৮ ফেব্রুয়ারি ১৯ মার্চ পর্যন্ত সরকারি চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করেন।

আরো জানতে দেখতে পারেন পিএসসির ওয়েবসাইট : www.bpsc.gov.bd

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top