জবিতে ভর্তির প্রক্রিয়া ২৭ আগস্ট শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও বিবিএ কোর্সে ভর্তির আবেদন শুরু হবে ২৭ আগস্ট। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত (যে কোনো দিন যে কোনো সময়ে) টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে।

১২ অক্টোবর ‘এ’ ইউনিটের, ১৯ অক্টোবর ‘বি’ ইউনিটের এবং ৯ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ‘সি’ ইউনিটের পরীক্ষার তারিখ পূর্বঘোষিত ২ নভেম্বরের পরিবর্তে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তির জন্য নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসএমএস এর মাধ্যমে আবেদন আহবান করছে। আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৩৫০ টাকা মাত্র যা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরিশোধযোগ্য।

আবেদন করার সাধারণ যোগ্যতা

ক. যে সকল ছাত্র-ছাত্রী ২০০৯ বা ২০১০ সালে এসএসসি বা সমমান এবং ২০১১ বা ২০১২ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
খ.    প্রার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় মোট প্রাপ্ত জিপিএ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট শাখার জন্য ৭.৫ এবং অন্যান্য শাখার জন্য ৭.০, তবে এস.এস.সি./সমমান অথবা এইচ.এস.সি./সমমান কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নীচে নয়।

গ.     জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় অন্ততঃ তিনটি বিষয়ে ‘সি’-গ্রেড সহ ন্যূনতম পাঁচটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১০ বা ২০১১ সনের ‘এ’ লেভেল পরীক্ষায়  অন্ততঃ দুটি বিষয়ে ‘সি’-গ্রেড সহ উত্তীর্ণ।
ঘ.  ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া
১. ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপ্রেইড মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
২. একটি টেলিটক প্রিপ্রেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে JNU লিখে, স্পেস দিয়ে এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এইচএসসি পাশের সাল লিখে, স্পেস দিয়ে এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এসএসসি পাশের সাল লিখে, স্পেস দিয়ে কাঙ্খিত ইউনিট এর কী-ওয়ার্ডটি (Key Word) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। ইউনিট সমূহের কী-ওয়ার্ডঃ বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ-A, কলা ও আইন অনুষদ-B, বিজনেজ স্টাডিজ অনুষদ-C ও সামাজিক বিজ্ঞান অনুষদ-D.
উদাহরণঃ JNU DHA 123456 2012 DHA 123456 2010 A উদাহরণটি ঢাকা বোর্ডের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের জন্য। এখানে ১২৩৪৫৬ এর জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। কেউ ২০১১ সালে এইচএসসি পাশ করে থাকলে ২০১২ এর জায়গায় ২০১১ লিখতে হবে।

কোটায় ভর্তিচ্ছু আবেদনকারীর ক্ষেত্রে
নিম্নোক্ত নির্দিষ্ট কোটায় আবেদন করতে উপরের নিয়ম অনুযায়ী ১৬২২২ নম্বরে নিম্নরূপে এসএমএস করতে হবেঃ-
মুক্তিযোদ্ধা সন্তান কোটা (FFQ)/ওয়ার্ড কোটা (WQ)/উপজাতি কোটা (TQ)/শারীরিক প্রতিবন্ধী কোটা (PDQ)
উদাহরণঃ  JNU DHA 123456 2012 DHA 123456 2010 A FFQ
উদাহরণটি ঢাকা বোর্ডের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের মুক্তিযোদ্ধা সন্তান  কোটা (FFQ)-এর জন্য।
৩. বিভিন্ন বোর্ডের জন্য লিখতে হবে বরিশাল (BAR), চট্রগ্রাম (CHI), কুমিল্লা (COM), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশোর (JES), মাদরাসা (MAD), রাজশাহী (RAJ), সিলেট (SYL), ভোকেশনাল (VOC), ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (DIB), ডিপ্লোমা ইন কমার্স (DIC), ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট (HBM)।

৪. উপরের এসএমএস টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস-এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে JNU লিখে, স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে PIN নম্বর লিখে, স্পেস দিয়ে আবেদনকারীকে যোগাযোগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যে কোন অপারেটর এর একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উল্লেখ্য, এসএমএস-এর ক্ষেত্রে Small বা Capital যে কোন letter ব্যবহার করা যাবে।

উদাহরণঃ JNU YES 654321 01XXXXXXXXX
এই উদাহরণের ৬৫৪৩২১ এর জায়গায় আবেদনকারীর নিজ PIN নম্বরটি বসাতে হবে। উল্লেখ্য যে, সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি ৩৫০/- টাকা কেটে নেয়া হবে, অন্যথায় কোন ফি কাটা হবে না।
৫. আবেদনকারীর টেলিটক প্রিপ্রেইড মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএস এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে। একবার এসএমএস করে আবেদন করলে তা আর প্রত্যাহার করা যাবে না।

৬. লক্ষণীয় যে, একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক আবেদন করা যাবে, তবে আবেদনের দ্বিতীয় ধাপে সম্মতি জানানোর সময় যোগাযোগের জন্য আবেদনকারী ব্যবহার করতে পারে এমন যে কোন অপারেটর-এর পৃথক পৃথক মোবাইল ফোন নম্বর দেয়া ভালো।
৭. ‘ও’/‘এ’ লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে উপরের নিয়ম অনুযায়ী ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। এক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় GCE লিখতে হবে।
উদাহরণঃ  JNU GCE 123456 2011 A  এখানে ১২৩৪৫৬ এর জায়গায় আবেদনকারীর A-level এর নিজ নিজ candidate নম্বরটি বসাতে হবে।
৮. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা বিদেশ থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বোর্ডের নামের জায়গায় OTH লিখতে হবে।
উদাহরণঃ  JNU OTH 123456 2012 A  এখানে ১২৩৪৫৬ এর জায়গায় আবেদনকারীর শুধুমাত্র এইচএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর/ডাটা বসাতে হবে।

ভর্তি পরীক্ষার মোট নম্বর ৭২, সময় ১ ঘন্টা (অন্যান্য কার্যাবলী সম্পন্নসহ ১ ঘন্টা ৩০ মিনিট)।  ‘A’ ইউনিটে উচ্চ মাধ্যমিকে ‘বিজ্ঞান’ শাখার শিক্ষার্থীদের প্রত্যেককে চারটি বিষয়ের প্রতিটিতে ১৮টি করে মোট ৭২টি, বিজ্ঞান শাখা ব্যতীত অন্যান্য শাখার শিক্ষার্থীদের এবং ‘B’, ‘C’, ও ‘D’ ইউনিটের প্রত্যেককে তিনটি বিষয়ের প্রতিটিতে ২৪টি করে মোট ৭২টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ১.০০। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd) অথবা টেলিভিশন চ্যানেল সময় টিভি  হতে পাওয়া যাবে। ইতিমধ্যে জাতীয় পত্রিকায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top