বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন ৪ বিষয়

বরিশাল বিশ্ববিদ্যায়ে চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন চারটি সাবজেক্ট চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সম্প্রতি এ চারটি বিষয়ের অনুমোদন দেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা বাহাউদ্দীন গোলাপ  জানান, শিক্ষা কার্যক্রম বৃদ্ধিতে নতুন ছয়টি বিষয় খোলার জন্য মঞ্জুরি কমিশনে আবেদন পাঠানো হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন চারটি বিষয় খোলার অনুমোদন দেয়া হয়েছে।

বিষয়গুলো হচ্ছে সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স, পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন, বাংলা ও হিসাববিজ্ঞান। এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট ১০টি বিষয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে পাঠদান চলবে।

1 thought on “বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন ৪ বিষয়”

Comments are closed.

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top