চবিতে নতুন ৩ বিভাগের যাত্রা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি বিভাগ যাত্রা শুরু করেছে। এ  বিভাগগুলোতে স্নাতক প্রথম বর্ষে (২০১১-১২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিভাগ গুলো হচ্ছে- বিজ্ঞান অনুষদের অধীনে ফলিত ও পরিবেশ রসায়ন, জীব বিজ্ঞান অনুষদের অধীনে ফার্মেসি এছাড়া কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “আধুনিক যুগের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা  যেন তাল মিলিয়ে চলতে পারেন সে কথা বিবেচনায় রেখে এসব বিভাগ চালু করা হয়েছে।”

কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্য মতে, তিনটি বিভাগে আসন রয়েছে ৬০টি। ফলিত ও পরিবেশ রসায়ন এবং ফার্মেসি বিভাগে ২৫টি করে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ১০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top