জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৪ অক্টোবর শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৪ অক্টোবর শুরু হবে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফরম পূরণ গত ২২ অগাস্ট শুরু হয়েছে। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট তারিখে বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান অনুষদভুক্ত ক/A ইউনিটের পরীক্ষা হবে ১৪ অক্টোবর শুক্রবার। কলা অনুষদের খ/B ইউনিটের পরীক্ষা হবে ২১ অক্টোবর শুক্রবার। বাণিজ্য অনুষদভুক্ত গ/C ইউনিটের পরীক্ষা হবে ২৮ অক্টোবর শুক্রবার এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ/D ইউনিটের পরীক্ষা হবে ১৮ অক্টোবর শুক্রবার।

ভর্তি পরীক্ষার যোগ্যতা হলো বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট প্রাপ্ত জিপিএ ৭ দশমিক ৫ (৪র্থ বিষয়সহ) এবং অন্যান্য শাখার জন্য ৭ (৪র্থ বিষয়সহ)।

তবে কোনো পরীক্ষার্থীর এসএসসি অথবা এইচএসসিতে প্রাপ্ত জিপিএ ৩ এর নিচে থাকতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.jnu.ac.bd পাওয়া যাবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top