রাবি’র ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ ১৫ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ অক্টোবর থেকে। পরীক্ষা চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

বুধবার রাবি উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে পরীক্ষার সময়সূচি, আবেদনপত্রের মূল্যসহ অন্যান্য সিদ্ধান্ত আগামী ১৪ আগস্ট ভর্তি উপ-কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.ru.ac.bd তে ভর্তি সংক্রান্ত  বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এএইচএম আসলাম হোসেন জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের আওতায় গুচ্ছ ভিত্তিক পদ্ধতিতে ১৪টি ইউনিটে ভর্তির জন্য আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মুহম্মদ নুরুল্লাহ জানান, পরীক্ষা ও আবেদনের সময়সীমা ভর্তি পরীক্ষার প্রাথমিক বৈঠকে নির্ধারণ করা হয়েছে। তবে এ বছর পরীক্ষা পদ্ধতি ও আবেদনপত্র মূল্যের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হবে। বিস্তারিত সিদ্ধান্ত ১৪ আগস্ট অনুষ্ঠিতব্য বৈঠকে নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top