ডোমেইন কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন

অনলাইনের এ যুগে আপনার ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইটের দরকার হতেই পারে। সেক্ষেত্রে একটি অপরিহার্য বিষয় হচ্ছে ডোমেইন। ডোমেইন হচ্ছে একটি ইউনিক আইডেনটিটি। যার মাধ্যমে আপনার প্রতিষ্ঠান বা পণ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারেন। যে কেউ ডোমেইনটি ব্রাউজ করে বিশ্বের যেকোনো প্রান্তে বসে আপনার প্রতিষ্ঠান বা পণ্য সম্পর্কে ধারণা পেতে পারেন। এর মাধ্যমে আপনার ব্যবসায়ে আসতে পারে অভাবনীয় সাফল্য। তাই ডোমেইনটি নিজের নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। নতুবা আপনি সম্মুখীন হতে পারেন অযাচিত সমস্যার।

সেজন্য ডোমেইন কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। আসুন জেনে নিই বিষয়গুলো-

১. ডোমেইনটি অবশ্যই নিজের ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে কিনুন।
২. আপনাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল প্যানেল দেয়া হবে কি-না জেনে নিন।
৩. ডোমেইন কন্ট্রোল প্যানেলের ইউজার নেম ও পাসওয়ার্ড অবশ্যই নিজের কাছে রাখুন।
৪. অন্য কারো মাধ্যমে হোস্টিংয়ে ডোমেইনটি কনফিগারের পর কন্ট্রোলপ্যানেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করে রাখুন।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top