যে বাজে অভ্যাসে বিরক্ত হতে পারেন আপনার সহকর্মী

অনেকেই কর্মক্ষেত্রে এমন কিছু কাজ অথবা আচরণ প্রতিদিন করে থাকেন, যার ফলে নিজের অজান্তেই তারা সহকর্মীদের কাছে একজন অপছন্দের মানুষ হয়ে উঠছেন। নিজেকে এমন অবস্থা থেকে বাঁচিয়ে রাখার জন্য জানতে হবে কী কী কাজ এবং কেমন আচরণ কর্মক্ষেত্রে করা থেকে বিরত থাকতে হবে।

১/ মোবাইলে অনেক জোরে কথা বলা

২/ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশী আলোচনা করা

৩/ মিটিং এ অনেক দেরী করে উপস্থিত হওয়া

৪/ খুব কড়া সুগন্ধি ব্যবহার করা

৫/ নিজের কাজের টেবিল অগোছালো রাখা

৬/ নিজের কাজের টেবিলে খাওয়াদাওয়ার ফলে টেবিল অপরিষ্কার হওয়া

৭/ অন্য সহকর্মীর ব্যক্তিগত ব্যাপারে বেশি আগ্রহী হয়ে ওঠা

৮/ অন্যকে দোষারোপ করা

৯/ খুব ছোটখাটো ব্যাপারে বারবার সাহায্য চাওয়া

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top