বলুন তো এখানে কয়টি ত্রিভুজ?

খুবই মজার একটা ধাঁধা। একটি বড় আকারের ত্রিভুজ আঁকা, তার ভেতরে আছে আরো কিছু ছোট ত্রিভুজ। বলতে হবে, এখানে মোট কয়টি ত্রিভুজ আছে?

এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কুমার অঙ্কিত নামে এক ব্যক্তি।

শিক্ষামূলক ওয়েবসাইট কোরা ডট কম থেকে এটি প্রকাশ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধাঁধাটি শেয়ার হয়েছে কয়েক লক্ষবার।

আর সহজ এ ধাঁধাটির উত্তর এসেছে বিভিন্ন রকমের, যা হতবাক হওয়ার মতো।

উত্তর এসেছে, ৪ থেকে ৪৪ এর মধ্যে।

অথচ সঠিক উত্তর …।

উত্তরটা না হয় একটু পরেই বলছি।

আঁকা ত্রিভুজটি দেখে প্রথমে একটু হকচকিয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু কৌশলটি বুঝতে পারলেই কেল্লাফতে। এতোটা সহজ!

আপনি নিজেই একবার চোখ বুলিয়ে নিন না।

একটু শান্তভাবে চেষ্টা চালিয়ে যান। আঁকা ত্রিভুজটার আশপাশেও নজর বুলান।

এবার বলুন, এখানে কয়টি ত্রিভুজ আছে?

দেখুন তো আপনার উত্তরটি সঠিক কিনা?

আঁকা ছবিটি থেকে মিলিয়ে নিন।

গণিতবিদ মার্টিন সিলভারটেনের আঁকা সমাধান

একেবারে উপরের সারিতে প্রথমে তিনটি ত্রিভুজ। পরে এই তিনটি নিয়ে একটি ত্রিভুজ। আর পাশাপাশি দুটি ত্রিভুজ। তাহলে এখানে হলো ছয়টি ত্রিভুজ।

দ্বিতীয় সারিতেও ছয়টি ত্রিভুজ।

তৃতীয় ও চতুর্থ সারিতেও ছয়টি করে ত্রিভুজ।

মোট হলো ২৪টি ত্রিভুজ।

তার মানে উত্তর ২৪, না না এই ভুল করবেন না।

বাকিটা শুনুন।

এবার আসল ত্রিভুজের ছবিটা দেখুন।

আশাপাশে চোখ বুলান। হ্যাঁ, ওই যে দেখুন আর্টিস্টের স্বাক্ষরে আছে আরো একটি ত্রিভুজ।

তাহলে মোট ত্রিভুজের সংখ্যা দাঁড়ালো ২৫টি।

উত্তর এটিই।

গণিতবিদ মার্টিন সিলভারটেন ধাঁধাটি শুধু সমাধানই করেননি, এটি এঁকে দেখিয়ে দিয়েছেন।

তবে কয়েকজন বলেছেন, উত্তরটা ২৬ও হতে পারত। কারণ ‘ত্রিভুজ’ শব্দটিও সাথে যোগ করে নেয়া যেত!

 

 

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top