ব্যাংকে চাকরির আবেদনে লাগবে না টাকা

job-bankএখন থেকে আর চাকরির আবেদনের সাথে টাকা নিতে পারবে না ব্যাংকগুলো।  মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
২০১০ সালে এক সার্কুলারে চাকরির আবেদনে ফি না নিতে অনুরোধ জানানো হলেও অনেক ব্যাংক তাতে সাড়া দেয়নি। ফলে নতুন করে এ বিষয়ে নির্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক। সাধরাণত চাকরির আবেদনের সাথে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৩শ’ থেকে ৫শ’ টাকা ফি নেয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের চাকরির জন্য আবেদনরে সময় পে-অর্ডার বা ড্রাফট আকারে ফি দেওয়া একজন বেকার যুবকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে ২০১০ সালে এক সার্কুলার লেটারের মাধ্যমে ফি না নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয়। এরপর কিছু ব্যাংকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের থেকে পে-অর্ডার বা ড্রাফট্ আকারে ফি নেয়া হচ্ছে। এখন থেকে আর কোনো ধরনের ফি না নেয়ার নির্দেশনা দেয়া হলো।
সূত্র: সমকাল

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top