খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১১-১২ ডিসেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া ১৩ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হয়েছে। প্রিপেইড টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ৩০ অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে।

১১ ও ১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুল এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর, শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুল, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুল এবং বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার সর্বমোট ১ হাজার ১১৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top