ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ২০ জুলাইয়ের মধ্যে। দুই বছরের এই কোর্সে শিক্ষার্থীদের ভর্তি করা হবে একাডেমিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে। তৃতীয়বারের মতো এই কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

প্রার্থীরা ৭০০ টাকা দিয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্রে সঙ্গে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে বিভাগে জমা দিতে হবে।

এই কোর্সের ক্লাস শুরু হবে আগামী ১ আগস্ট। কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ জুলাই সকাল ১০টায়।

 কোর্সে ভর্তি বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট বিভাগ থেকে।

ঠিকানা: ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, কাজী মোতাহার হোসেন ভবন (অ্যানেক্স বিল্ডিং), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

ফোন: ৯৬৬১৯০০-৭৩, বর্ধিত: ৭২৪৬, ৭২৪৭, ৭২৫৪; মোবাইল: ০১৬৭২৯২০১৫৯, ০১৮১৩০৮৫০৮৩, ০১৭১৬৫৮১৬৯৪

ই-মেইল: [email protected] ওয়েবসাইট: www.univdhaka.edu

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top